White Hat টেকনিক ব্যাবহার করে তৈরী ফউন্ডেশনাল ব্যাকলিংকগুলো আপনার ওভার অল SEO এফোর্ট প্রায় ৩০% – ৫০% কমিয়ে দিবে! যার মানে হল প্রায় ৫০% সময় অথবা টাকা আপনি সেভিংস করতে পারবেন আমাদের ফাউন্ডেশনাল ব্যাকলিংক প্যাকেজ টি কিনলে।
একটি বিল্ডিং নির্মানের সময় যেমন প্রথমে তার বেজ তৈরী করতে হয়, ওয়েবসাইটের জন্য ফাউন্ডেশনাল ব্যাকলিংক ও ঠিক তেমন।
এটি ঠিক মত করা হলে আপনার ওয়েবসাইট গুগলে র্যাংক করা প্রায় ১০ গুন সহজ হয়ে যায়।
নতুন ওয়েবসাইটের ভিত শক্তপোক্ত করার জন্য আপনার চাই, অথেনটিক, White Hat টেকনিক ব্যাবহার করে তৈরী ফউন্ডেশনাল প্রোফাইল ব্যাকলিংক। এটি আপনার ওয়েবসাইটের গুগলে র্যাঙ্কিং জার্নির সর্ব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন স্টেপ। আসুন জেনে নেই ফাউন্ডেশনাল ব্যাকলিংক কি এবং এর গুরুত্ব সম্পর্কে।
ফাউন্ডেশনাল ব্যাকলিঙ্ক (Foundational Backlink) হল এমন একটি ব্যাকলিঙ্ক যা আপনার ওয়েবসাইটের জন্য শক্তিশালী এবং স্থিতিশীল ভিত্তি তৈরি করতে সাহায্য করে। এটি সাধারণত উচ্চ মানের, জনপ্রিয়, এবং বিশ্বাসযোগ্য সাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক হয়, যা আপনার সাইটের সার্চ ইঞ্জিন র্যাংকিং এবং ডোমেন অথরিটি (Domain Authority) উন্নত করতে সহায়তা করে। এই ধরনের ব্যাকলিঙ্কে প্রাথমিকভাবে নির্ভর করা হয় কারণ এটি দীর্ঘমেয়াদী ফলাফল দিতে সক্ষম।
tinyblogging.com, ampedpages.com, diowebhost.com, fitnell.com ইত্যাদির মত হাজার হাজার ফেক ব্লগিং ওয়েবসাইট রয়েছে, যেগুলো Black Hat Technique ব্যাবহার করে DA, PA বাড়িয়ে রাখে। কিন্তু কন্টেন্ট কোয়ালিটি আর রিলেভেন্সি না থাকায় গুগলের কাছে এই সব ওয়েবসাইট স্প্যামি ওয়েবসাইট হিসেবে কাউন্ট হয়। যার কারনে এইসব ওয়েবসাইট থেকে ব্লগিং সাইট ক্রিয়েট করে ব্যাকঅলিংক নেয়া হলে প্রথম দিকে DA, PA একটু বাড়লেও গুগলের আপডেটের সাথে ওয়েবসাইট গুলো পেনাল্টি পেতে থাকে। এছাড়াও এই লিংক গুলো DA, PA বাড়ালেও ওয়েবসাইটের পেজ গুলো গুগলে ইন্ডেক্স হওয়া বা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কোন ভুমিকা রাখে না।
তাই কম দামে এইসব হাজার হাজার লিংক নেয়া মানে শুধুমাত্র নিজের ওয়েবসাইটকে ঝুকিতে ফেলা ছাড়া আর কিছুই নয়।
PBN নেটওয়ার্কিং এর মাধ্যমে এখন অনেক ব্ল্যাক হ্যাট টেকনিক ব্যাবহার করে ফেক ওয়েবসাইটের DA, PA খুব সহজেই বাড়িয়ে ফেলা যায়। যা উপরের ভিডিও তে একটি উদাহরন দেখতে পেয়েছেন। নিচের ভিডিওটিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটি ওয়েবসাইটের DA 65+ হওয়া সত্বেও কেনো এই ওয়েবসাইট গুলো থেকে ব্যাকলিংক নেয়া আপনার ওয়েবসাইটের জন্য মারাত্মক। কারন এই ওয়েবসাইট গুলো নিজেদের মধ্যে ইন্টারনাল লিংকিং করে DA, PA বাড়াতে পারলেও গুগলের রোবট আসলে এদেরকে রেকগনাইজ করে না। তাই এই ওয়েবসাইট গুলো্র লিংক গুলো খুব কম ই ইন্ডেক্স হয়। আর ইন্ডেক্স হলেও গুগলের আপডেটের সাথে সাথে তা আবার চলে যায়।
Access to the web 2.0 websites will be provided on request